প্রায় অনেক বছর পরে শুরু হতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সের ভর্তি পরীক্ষা । প্রায় ৫লক্ষ ৬০ হাজার পরীক্ষার্থী অংশ নিবে। সকলের জ...
প্রায় অনেক বছর পরে শুরু হতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সের ভর্তি পরীক্ষা।
প্রায় ৫লক্ষ ৬০ হাজার পরীক্ষার্থী অংশ নিবে। সকলের জন্য শুভ কামনা ও দোয়া রইলো।
আগামীকাল ৩১ মে সকাল ১১:০০ টায় অনার্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রায় এক যুগ পরে অনার্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
- পরীক্ষার কেন্দ্রে অবশ্যই কালো কলম, এডমিট কার্ড এবং HSC রেজিষ্ট্রেশন কার্ড সাথে নিবেন। রাতেই ফাইল গুছিয়ে নিন।
- যারা এডমিট কার্ড পাননি তারা প্রাথমিক আবেদন ফরম, HSC রেজিস্ট্রেশন কার্ড ও এসএমএস এ প্রেরিত তথ্যের প্রিন্ট কপি দিয়ে পরীক্ষা দিতে পারবেন।
- পরীক্ষার কেন্দ্রে কমপক্ষে ১ ঘন্টা পূর্বে উপস্থিত থাকবেন। প্রতিটি কেন্দ্রের আশেপাশের স্কুল-কলেজকে উপকেন্দ্র হয়েছে। আপনার সিট কোথায় তা জেনে কেন্দ্রে প্রবেশ করবেন।
- পরীক্ষার্থী ছাড়া কেন্দ্রে কেউ প্রবেশ করতে পারবে না। কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর এবং কোন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে রাখা নিষিদ্ধ।
- এডমিট কার্ড, হাজিরা সীট ও OMR সীটে একই ধরনের স্বাক্ষর করবেন। পুরো নাম লিখবেন।
- প্রতিটি গ্রুপের জন্য ২ টা করে সেট থাকবে। গ্রুপ ও সেট সঠিক বৃত্ত ভরাট করবেন।
- পরীক্ষার কেন্দ্রে কমপক্ষে ১ ঘন্টা পূর্বে উপস্থিত থাকবেন। প্রতিটি কেন্দ্রের আশেপাশের স্কুল-কলেজকে উপকেন্দ্র হয়েছে। আপনার সিট কোথায় তা জেনে কেন্দ্রে প্রবেশ করবেন।
- পরীক্ষার্থী ছাড়া কেন্দ্রে কেউ প্রবেশ করতে পারবে না। কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর এবং কোন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে রাখা নিষিদ্ধ
- এডমিট কার্ড, হাজিরা সীট ও OMR সীটে একই ধরনের স্বাক্ষর করবেন। পুরো নাম লিখবেন।
- প্রতিটি গ্রুপের জন্য ২ টা করে সেট থাকবে। গ্রুপ ও সেট সঠিক বৃত্ত ভরাট করবেন।
- ১০০ মার্কের MCQ পরীক্ষায় ৩৫ পাইলে পাস। কোন নেগেটিভ মার্ক নেই। সব দাগিয়ে আসবেন।
- ৩৫ না পাইলে কোন কলেজে অনার্সে ভর্তি হতে পারবেন না। ডিগ্রি পড়তে হবে বা আগামী বছর অনার্স ভর্তি পরীক্ষা দিতে হবে।
- পরীক্ষার আগের রাতে পর্যাপ্ত ঘুম দরকার। শরীর ও মন দুটাই ফ্রেশ ও ঠান্ডা রাখবেন। টেনশন করা যাবে না।
*আপনার পরীক্ষা সুন্দর হোক, দোয়া ও শুভকামনা রইল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার OMR এর নমুনা কপি
শিক্ষার্থীদেরকে যথাযথভাবে এই OMR পূরণ করতে হবে বিধায় শিক্ষার্থীদের ধারণা প্রদানের নিমিত্ত নমুনা কপি প্রদান করা হলো।
সব ধরনের পরিবেশ ও পরিস্থিতি বিবেচনায় আগেভাগেই কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করো।
🚶♀️🚶♂️ সতর্কতার সাথে রাস্তাঘাটে চলাফেরা করো – নিরাপত্তার কোনো বিকল্প নেই।
🚌 অতিরিক্ত যাত্রীবাহী যানবাহন এড়িয়ে চলবে, ঝুঁকি নেওয়া কখনোই বুদ্ধিমানের কাজ নয়।
☔ ছাতা, রেইনকোট ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র সাথে রাখো, যাতে হঠাৎ বৃষ্টিতেও অসুবিধা না হয়।
📚 অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য অশেষ দোয়া ও শুভকামনা রইলো!
তোমাদের পরিশ্রম ও নিষ্ঠা যেন সাফল্যের দ্বার উন্মুক্ত করে দেয়।
Our Youtube Channel
Subscribe Now
IMO Channel
Join IMO Now
WhatsApp Channel
Join Now
COMMENTS