বাচ্চাদের পাসপোর্ট করার সকল নির্দেশনা এক পোস্টে।
৬ বৎসরের নিচের বাচ্চাদের পাসপোর্ট করার সকল নির্দেশনা এক পোস্টে।
বাচ্চার কি কি ডকুমেন্টস লাগবে?
- আবেদন এর সামারি কপি (এপয়েন্টমেন্ট লেটার)
- ৩ পেইজের আবেদন ফরম
- চালান/পেমেন্ট এর কপি (এ-চালান)
- সাথে নিয়ে যেতে হবে 3R ছবি
- বাচ্চার ইংরেজি জন্ম সনদ
- জন্ম সনদের অনলাইন কপি
- নাগরিক সনদের অরিজিনাল কপি
- বাবা এবং মার এনআইডি কপি (সাথে অরিজিনাল কপি রাখবেন)
- বিদ্যুৎ/গ্যাস/পানি বিলের মূল কপি ও ফটো কপি (ঠিকানার প্রমান)
- বাবা এবং মার পাসপোর্ট এর কপি (যদি থাকে)
- বাচ্চার প্রফেশন কি হবে?
- Unemployed
- Dependent on non-diplomate
- Others
বাচ্চা কি সাথে নিয়ে যেতে হবে?
হ্যা, তবে পুলিশ ভেরিফিকেশনে বাবা, মা যেকোন একজন উপস্থিত থাকলেই হয়।
হ্যা, তবে পুলিশ ভেরিফিকেশনে বাবা, মা যেকোন একজন উপস্থিত থাকলেই হয়।
বাচ্চার বাবা এবং মা উভয় কেই কি যেতে হবে?
- একজন গেলেই হয়।
ধন্যবাদ।
Our Youtube Channel
Subscribe Now
IMO Channel
Join IMO Now
WhatsApp Channel
Join Now

COMMENTS