কক্সবাজার সিটি কলেজের নতুন অধ্যক্ষ কে?
কক্সবাজার সিটি কলেজের নতুন অধ্যক্ষ কে?
কক্সবাজার সিটি কলেজের নতুন অধ্যক্ষ এসএম আকতার উদ্দীন চৌধুরী
কলেজের দীর্ঘদিনের অধ্যক্ষ প্রফেসর ক্য থিং অং আগামী ১৫ জানুয়ারি তার চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করছেন। এ উপলক্ষে কলেজের গভর্নিং বডি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষকদের চাকরির শর্তাবলি (সংশোধিত ২০১৯) অনুযায়ী ধারা (৪) এর বিধি ২(i), (ii) ও (iii) অনুবলে জ্যৈষ্ঠতা নির্ধারণ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর অধ্যক্ষের আবেদন (কসিক/০৩-২০২৫) তারিখ:০৬-০১-২০২৫ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কতৃক অধ্যক্ষের আবেদনের প্রতিউত্তর, স্মারক নং-০৭ (চ-২৩০) জাতীঃবিঃ/কঃপঃ/কোড-৪৪০৭/৫১৭৫, তারিখ: ০৮-০১-২০২৫, জ্যেষ্ঠ পাঁচজন শিক্ষক নিয়ে একটি প্যানেল তৈরি করে।
প্যানেলের তালিকায় থাকা তিনজন প্রার্থী দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করলে এডহক কমিটির মিটিংয়ে সরাসরি ভোটের মাধ্যমে এসএম আকতার উদ্দীন চৌধুরীকে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়। ভোটে উপস্থিত ৪ জন সদস্যের সবাই তাকে সমর্থন প্রদান করেন।
এসএম আকতার উদ্দীন চৌধুরী দীর্ঘদিন ধরে কক্সবাজার সিটি কলেজে শিক্ষার মান উন্নয়ন ও প্রশাসনিক কাজের সাথে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। তার নেতৃত্বে কলেজের শিক্ষা কার্যক্রম আরও সমৃদ্ধ হবে বলে আশা করছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
উল্লেখ্য, কক্সবাজার সিটি কলেজ জেলার অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান, যা উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে।
Our Youtube Channel
Subscribe Now
IMO Channel
Join IMO Now
WhatsApp Channel
Join Now
COMMENTS