লিফটের বাটনে ডট গুলো কেন থাকে?
লিফটের বাটনে ডট গুলো কেন থাকে?
লিফটে যারা উঠেছেন তাদের মধ্যে অনেকেই হয়তো খেয়াল করবেন বেশিরভাগ লিফটের বাটনে ফ্লোরের নাম্বারের নিচে নিচে, নিচের ছবির মত ডট দেওয়া আছে। যদি এত দিনে খেয়াল না করে থাকেন তাহলে পরের বার লিফটে ওঠার সময় অবশ্যই খেয়াল করে দেখবেন। কিন্তু কখনও কী মাথায় এসেছে এভাবে লিফটের বাটনের নিচে নিচে ডট বা বিন্দু খোদাই করা কেন থাকে?
আসলে এটি ব্রেইল পদ্ধতি। আর এই পদ্ধতিতে দৃষ্টিহীন ব্যক্তিরা এই উন্নীত বা উত্তল বিন্দুগুলোর ওপর আঙ্গুল বুলিয়ে বিন্দুগুলোর নকশা অনুযায়ী কোনটি কোন্ অক্ষর তা অনুধাবন করতে সক্ষম হয় এবং লেখার অর্থ বুঝতে পারেন। ফলে লিফটের বাটনে এগুলো ব্যবহার করায় খুব সহজেই অন্ধ ব্যক্তিরা কারো সাহায্য ছাড়াই নিজেদের গন্ত্যবের ফ্লোরে চলে যেতে পারবেন!
Our Youtube Channel
Subscribe Now
IMO Channel
Join IMO Now
WhatsApp Channel
Join Now
COMMENTS